• ঢাকা
  • বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ম্যানেজারের অপসারণের দাবীতে শ্রীবাড়ি চা  শ্রমিকদের কর্মবিরতি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৪:২৩ পিএম
ম্যানেজারের অপসারণের দাবীতে শ্রীবাড়ি চা  শ্রমিকদের কর্মবিরতি

দুর্নীতিবাজ ম্যানেজারের অপসারণ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে আন্দোলন করছেন হবিগঞ্জের চুনারুঘাট শ্রীবাড়ি চা বাগানের শ্রমিকরা।

 

সোমবার (২৯ অক্টোবর) কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। সহকারী ম্যানেজার সমির সেন গুপ্ত বিভিন্ন অনিয়মের  কারণে বিকেলে  চুনারুঘাট থানার অফিসার ইন চার্জ নজরুল্ ইসলাম তাকে জোর করে বাগানের বাইরে বের করে দেন। 

 

শ্রমিকদের অভিযোগ, বাগানের ম্যানেজার কে এস ইমরান ও সহকারী ম্যানেজার সমির সেন গুপ্ত দীর্ঘদিন থেকে বাগানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে শ্রমিকদের অর্থ আত্বসাৎসহ বাগান ধ্বংসের পায়তারা করছেন। তারা শ্রমিকদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। 

বাগানের ৪ শতাধিক গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। গাছ বিক্রিসহ নির্ভিগ্নে বিভিন্ন অনিয়ম করতে বাগানের পাহাড়াদারদের অপসারন করে বাগানকে অরক্ষিত করেছেন। এছাড়া দীর্ঘদিন থেকে শ্রমিকদের দৈনিক সংগৃহীত চাপাতা ওজনে কম দেখিয়ে মুজুরী কম দিচ্ছেন। এসব অভিযোগের কারণে দুর্নীতিবাজ এ কর্মকর্তাদের অপসারণের জন্য শ্রমিকরা বারবার আন্দোলন করলেও তাদেরকে বাগানে রেখেছেন মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে বাগান বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। এদের অপসারণের আগ পর্যন্ত বাগানে কোন শ্রমিক কাজ করবেনা বলে হুশিয়ার করেন আন্দোলনকারীরা।

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় গোয়ালা, চা শ্রমিক বৃষ্টি সাওতাল, মিন্টু বৈদ্য, সঞ্চিতা বাউরি প্রমুখ। 


Side banner
Link copied!